লক্ষ্মীপুরে অভিযোগ নিষ্পত্তি (জিআরএস) ব্যবস্থা কার্যকর ও সুপারিশ মালা শীর্ষক মতবিনিময় সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি  : লক্ষ্মীপুরে অভিযোগ নিষ্পত্তি (জিআরএস) ব্যবস্থা
কার্যকর ও সুপারিশ মালা শীর্ষক মতবিনিময় সভা বেসরকারী এনজিও এনআরডিএস এর
আয়োজনে ২২ মার্চ (বুধবার) দুপুরে শহরের বাগবাড়ি একটি রেষ্টুরেন্টে
অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ
আলম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন এনআরডিএস এর জোনাল কর্মকর্তা বিপ্লব
ভৌমিক ।

অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা
জুবায়ের হোসেন, এনআরডিএস জোনাল ম্যানেজার বিপ্লব কুমার ভৌমিক, এ্যাড:
নুর মোহাম্মদ, এইড কুমিল্লা ইউএসআইডি পিপিজি লক্ষ্মীপুর প্রোগ্রাম
ম্যানেজার শাহিন আক্তার প্রমুখ

how do you feel about this website ?

%d bloggers like this: