ডালিম কুমার দাস টিটু ঃ সারাবিশ্বে চলছে করোনা মহামারি দুর্যোগ । বাংলাদেশেও তার প্রভাব বিস্তর । দেশ জাতির এমন সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক কিছু মানুষ। তেমনি লক্ষ্মীপুরের এই সংকটময় কালে অসহায় হত দরিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের সদস্য সাখায়াত হোসেন আরিফ। খবর নিয়ে জনাযায়, সাখায়াত হোসেন আরিফ দীর্ঘ সময় থেকে এলাকার অসহায় মানুষকে সহযোগিতা করে আসছেন। করোনা প্রথম ধাপেও সামর্থ্য অনুযায়ী ব্যাক্তিগত পক্ষ থেকে অস্বচ্ছল দরিদ্র ব্যাক্তিদের সাধ্যমত সহযোগিতা করেন। ঈদেও এলাকার মানুষকে সামর্থ্য অনুযায়ি সহযোগিতার চেষ্টা করেন। প্রতি বছর শীতের মৌসুমে এলাকার জনগনের মাঝে কম্বল বিতরন করেন । নিজ ইউনিয়নে জনগনের বিভিন্ন সমস্যা দূর করতে তিনি বিভিন্ন রকম উদ্যেগ নেন। সাম্প্রতি নিজ ইউনিয়নে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন রকম সহায়তা দেয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও বিভিন্ন মসজিদ , মাদ্রাসায় সাহয্যের হাত বাড়িয়ে দেন । সাখায়াত হোসেন আরিফ একজন সামাজিক এবং রাজনৈতিক ব্যাক্তিত্ব । করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে সাখায়াত হোসেন আরিফের সাথে কথা বল্লে তিনি ”দৈনিক নতুন দিনকে” বলেন, মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য । আমি রাজনীতি করি মুজিবের আদর্শের আর আমার প্রিয়নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে দেশের দরিদ্র মানুষগুলো আজ অসহায় হয়ে পড়েছে । তাই আমাদের সকলের প্রাণের স্পন্ধন মমতামীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষগুলোর পাশে ছায়ার মত আছেন । আমরাও আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার দরিদ্র মানুষগুলোর পাশে দাাঁড়ানো উচিত। এছাড়াও আমি আমার ইউনিয়নের আওয়ামীলীগ , যুবলীগ এবং ছাত্রলীগ সহ সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন এবং জনগনের পাশে ছিলাম ,পাশে আছি এবং পাশে থাকবো । সাখায়াত হোসেন আরিফ নিজ ইউনিয়নে সামাজিক সংগঠন , শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রকম সংগঠনের দায়িত্ব পালন করছেন । বর্তমানে তিনি ল²ীপুর জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ।