লক্ষ্মীপুরে এসএসসি পরিক্ষার্থী হৃদয় এর উদ্যোগে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্কুল ছাত্র হৃদয় এর  উদ্যোগে অসহায় মানুষের মাঝে  ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২.০৪.২০২১)  বিকালে দুই শতাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয় । এর আগে তারা এতিমখানার  ছাত্রদের মাঝে পবিত্র আল কুরআন উপহার প্রদান করে তারা । এসএসসি পরীক্ষার্থী শাহাদাত হোসেন হৃদয় এর সাথে রিফাত, নিলয়, নাঈম, সাহেদ, সায়েম, সামি সহ কয়েকজন শিক্ষার্থী এ কার্যক্রমে অংশগ্রহন করেন ।শাহাদাত হোসেন হৃদয় জানান, মানুষ মানুষের জন্য জীব জীবনের জন্য  বর্তমান  লকডাউনে মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগে গ্রহন করি আমি। এমন  কার্যক্রমে  সমাজের প্রত্যেককে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি ।

how do you feel about this website ?

%d bloggers like this: