লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা সজিব হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান সজিব হত্যা মামলার প্রধান আসামি মাসুদ আলমকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ঢাকার সদর ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বোন সনিয়া আক্তার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেণ। মামলায় ওই ইউণীয়োণ পরিষদের আনারস প্রতীকে নবনির্বাচিত চেয়ারম্যান আমীর হোসেন খানকেও আসামি করা হয়।

জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুরের নয়নপুর ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা সজিব গুরুতর আহত হন। পরে চাঁদপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সজিব ওই কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থনে কাজ করছিলেন।

 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

how do you feel about this website ?

%d bloggers like this: