লক্ষ্মীপুরে জন নন্দিত নেতা মোসলেহ উদ্দিনের শোক দিবস পালন

 

ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুরে জন নন্দিত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজামের শোক দিবস পালিত হয়েছে। মোসলেহ নিজাম লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের একজন নিবেদিত প্রান ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন । তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আস্থাভাজন নেতা ছিলেন। দীর্ঘ সময় ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয়তার কারনে ২০০৮ সালে সদর উপজেলার চেয়্রাম্যানের মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয় লাভ করেন । বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি চলে যেতে হল না ফেরার দেশে । পহেলা এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় তার নিজ বাসস্থান ভবানীগঞ্জে তার ছেলে বর্তমান ভবানীগঞ্জের চেয়ারম্যান সাইফুল হাসান রনির আয়োজনে (১২ তম মৃত্যু বার্ষীকি) শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামাল , ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবুল সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাদল । এছাড়াও আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেতার শোকসভায় বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন দোয়া ও মিলাদে অংশগ্রহন করেন । পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

how do you feel about this website ?

%d bloggers like this: