লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ নেতা শেখ জামান রিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ নেতা শেখ জামান রিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ডালিম কুমার দাস টিটু : পদযাত্রার নামে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাধারণ জনগন ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুরে এড. শেখ জামান রিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুবলীগ।
সমবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে পৌরসভার উত্তর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রামগতি বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সভা করা হয়। এসময় আগামী নির্বাচনকে সামনে রেখে সকলধরণের আন্দোলন সংগ্রামে যুবলীগ মাঠে থাকবে বলে ঘোষনা দেন নেতারা।
প্রসঙ্গত, ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী জেলা যুবলীগের সভাপতি প্রার্থী এড. শেখ জামান রিপন শীতবস্ত্র বিতরণ, অসহায়দের সহযোগিতা, প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিলসহ নানানরকম কর্মসূচি পালন করে আসছেন ।
লক্ষ্মীপুরের আপামর জনসাধারণের প্রিয় নেতা শেখ জামান রিপন । শেখ জামান রিপন বলেন, চলছে ভাষার মাস। ১৯৫২ সালে এই ভাষার জন্য জীবন দিয়ে ছিলেন সালাম বরকত রফিক জাব্বার সহ কৃষক শ্রমিক যুবকরা। বাংলার দামাল ছেলেদের রক্তে রঞ্জিত হয়েছিলো সবুজ বনানী। সেই সব শহীদ বন্ধুদের স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য প্রতি বছর তাদের স্মরণে আমরা আন্তর্জাতিকভাবে এই দিনটিকে পালন করি।
ভাষার মাসে লক্ষ্মীপুর জেলা যুবলীগের পক্ষ থেকে দেশবাসীকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানান এই নেতা। যতদিন রবে পদ্মা-মেঘনা, গঙ্গা-যমুনা, গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
শেখ মুজিবুর রহমানের আদর্শকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা যুবলীগের সভাপতি প্রার্থী এড. শেখ জামান রিপন । এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জন্টু দেবনাথ, ছাত্রনেতা রিপনসহ জেলার যুবলীগ নেতা কর্মীরা ।