ডালিম কুমার দাস টিটু ঃ ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে জেলা যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (রবিবার) শহরের ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে জেলার সকল উপজেলার নেতাকর্মী এবং জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উপজেলার কমিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে। বিশেষ করে যে সকল কমিটি মেয়াদোত্তীর্ণ আছে অতিসত্তর কমিটিগুলো গঠন করার অনুরোধ জানিয়েছেন জেলার নেতারা । অনুষ্ঠানে নেতাকর্মীরা উন্মুক্তভাবে বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। যুব ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি রাজ বিজয় চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা শিমুল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টানটি সঞ্চালনা করেছেন যুব ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জুটন কুরি। বর্ধিত সভা থেকে যুব ঐক্য পরিষদের নতুন এই কমিটি জেলার হিন্দুদের অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ওপর জোর জুলুম এবং যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে এমনই প্রত্যাশা সকলের।
Attachments area