নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের সভাপতি ও পৌরসভা’র সম্ভব্য মেয়র প্রার্থী মোঃ মামুনুর রশিদের ব্যক্তিগত উদ্যোগে জেলা শ্রমিকলীগের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে ঈদের উপহার সামগ্রী ( ১কেজি চিনিগুড়া,পোলাও চাল,১কেজি তৈল,১ কেজি পেয়াজ, ১ কেজি চিনি, ৪ প্যাকেট সেমাই, ৪ প্যাকেট নুডুলস ও ১ লিটারর দুধ) বিতরণ করা হয়। আজ সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ-সামগ্রী বিতরণ করেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। প্রসংগত, এই শ্রমিকলীগ নেতা করোনা মহামারির শুরু থেকে লক্ষ্মীপুরের সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক সহ সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও অসহায়দের পাশে থেকে প্রশংসিত হয়েছেন এই শ্রমিকলীগ নেতা ও মেয়র প্রার্থী মামুনুর রশিদ মামুন। মামুনুর রশিদ মামুন বলেন যতদিন করোনা মহামারি থাকবে অসহায়দের জন্য তার এই সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক , ইউসুপ পাটওয়ারী , পৌর শ্রমিকলীগের সভাপতি হেলাল উদ্দিন মাহমুদ ,চন্দ্রগঞ্জ শ্রমিকলীগের সহ-সভাপতি নাদিম মাহমুদ অন্তর সহ বিভিন্ন নেতা কর্মীরা।