লক্ষ্মীপুরে জ্যামে অস্থির শহর অনেকটাই সস্থিরে এনেছেন টিআই প্রবীর

 

নিজস্ব প্রতিবেদক ঃ মাত্র অল্প সময়ে লক্ষ্মীপুরের জ্যাম এর অস্থির শহরকে অনেকটাই সস্থিতে নিয়ে এসেছেন সদ্য যোগদান হওয়া জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) টিআই প্রবীর কুমার দাস । এইতো কিছুদিন আগেও শহরের উত্তর বাস স্ট্যান্ড থেকে ঝুমুর পর্যন্ত জ্যাম লেগেই থাকতো । অবৈধ এবং লাইসেন্স বিহীন গাড়ি শহরে প্রবেশ করে ব্যাপক যানজট সৃষ্টি করতো। ছিলোনা কোন স্থিতিশীল পরিস্থিতি, টিআই প্রবীর যোগদানের পর পরই সব কিছু নিয়ন্ত্রনে আসতে শুরু হয়েছে। প্রবীর কুমার দাস দীর্ঘ ১৬ বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাধে পরবর্তিতে ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে চঁদিপুরে যোগদান করেন এবং দায়িত্ব পালনে নিতীভ্রষ্ট হননি কখনো । পরবর্তিতে লক্ষ্মীপুর কমলনগরে ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন । এরিমধ্যে তার কর্মদক্ষতায় তাকে জেলা ট্রাফিক ইন্সপেক্টর এর দায়িত্বভার গ্রহন করতে হোলো । খুব অল্প সময়ে নিজের দায়িত্বের জায়গা থেকে লক্ষ্মীপুর এর যানজট , অনিয়ম রোধ করতে সচেষ্ট এই কর্মকর্তা ।

how do you feel about this website ?

%d bloggers like this: