ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরে তৃতীয়বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন। অল্প সময়ে এসে অনেক সুনাম অর্জন করেছেন এই কর্মকর্তা । সোমবার (২৪ মে) লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যান সভায় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) মহোদয়ের হাত থেকে শ্রেষ্ঠত্বের স্বিকৃতি স্বরুপ ক্রেস্ট ও সনদ গ্রহন করেন । একজন পুলিশ ওসি জসিম উদ্দিন। পেশাগত কাজের বাইরেও মানুষের জন্য যে অনেক কিছু করা যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। তার বিশেষ অভিযানের মধ্যে সদর উপজেলার মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনসহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। সমাজের বঞ্চিত হত-দরিদ্রদের জন্য তিনি অনেক কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি যা করেছেন এবং করে যাচ্ছেন, তা দেখে প্রশংসায় ভাসছেন জেলাতে। তিনি দেখিয়ে দিয়েছেন যে কেবল পেশাগত দায়িত্বই শেষ নয়, মানবিক চিন্তার জায়গা থেকে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব। নিজেকে বিলিয়ে দিয়েছেন সাধারণের সেবায়। সমাজ পরিবর্তনে, মানুষের কল্যাণে, মানবতার স্বার্থে পুলিশের কার্যকর ভূমিকায় অবিরাম ব্যতিক্রমী অবদান রেখে চলছেন এই পুলিশ কর্মকর্তা। এ রকম কাজ তিনি অনেক জায়গায় করেছেন। পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের জন্য কাজ করা ব্যতিক্রমধর্মী চিন্তা চেতনায় তাকে দিয়েছে বিশেষ খ্যাতি। করোনা কালীন সময়ে অসহায়দের বাড়িতে নিজে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। পুলিশ সম্পর্কে মানুষের যে কিছুটা নেতিবাচক ধারণা রয়েছে, তিনি তা পাল্টে দিয়েছেন। পুলিশ কতটা মানবিক, কতটা সহায়ক, কতটা প্রয়োজন, কতটা আন্তরিক এসব দেখিয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ শত শত বড় কর্মকর্তা আছেন, পেশাগত দায়িত্ব পালনের পর আর কোনো কাজে তাদের দেখা যায় না। কিন্তু জসিম উদ্দিন পেশাগত দায়িত্ব পালনের শুরুতেই সাধারণ মানুষের কথা ভেবেছেন, তাদের উন্নয়নের জন্য কাজ করেছেন, বর্তমানে ল²ীপুর সদর উপজেলার অফিসার ইনচার্জ হিসেবে বিরামহীন শ্রম দিয়ে যাচ্ছেন , ছড়াচ্ছেন মানবিকতার আলো। ওসি জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি দৈনিক নতুন দিনকে বলেন, মানুষ মানুষের জন্য মানুষ মানবতার জন্য কাজ করে যাবে এটাই স্বাভাবিক আমি আনন্দিত এবং গর্বিত যে একজন সৎ , পরিশ্রমী স্যার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) মহোদয়ের হাত থেকে কাজের স্বিকৃতি গ্রহন করছি । ইনশাল্লাহ আমার এই স্বিকৃতি আশির্বাদ হয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা তথা সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাথেয় হয়ে থাকবে ।