Monday , July 26 2021
Breaking News
Home / হোম / লক্ষ্মীপুরে নবনির্বাচিত ৬ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে নবনির্বাচিত ৬ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত

ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরে নবনির্বাচিত ৬ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা হলরুমে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে মির্জা আশরাফুর জামান রাসেল, হাজীরহাটে নিজাম উদ্দিন, চরফলকনে মোশারফ হোসেন বাঘা।রামগতি উপজেলার চরবাদামে শাখাওয়াত হোসেন জসিম, চর পোড়াগাছায় নুরুল আমিন ও চররমিজে মুজাহিদুল ইসলাম দিদার।শপথ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, রামগতি পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু, রামগতি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার প্রমুখ।
প্রসংঙ্গত, গত ২১জুন ঐ ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সর্বকনিষ্ট চেয়ারম্যান আশ্রাফুল জামানে রাসেল জানান , জনগনের আমানত রক্ষায় এবং নৌকা প্রতীকের সম্মান তিনি রাখবেন সেই সাথে এলাকাবাসীর সহযোগীতা ও দোয়া কামনা করেন তিনি ।

Check Also

লক্ষ্মীপুরে করোনা সংক্রমন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন

বিশেষ প্রতিনিধি:লক্ষ্মীপুরে করোনা সংক্রমন ঠেকাতে কঠোর অবস্থানে আছে ।  ঈদের পর শুরু হওয়া লকডাউনের  ২য় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: