লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞার মধ্যে মেঘনায় মাছ ধরায়  ৫ জেলের অর্থদন্ড

ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় পাঁচ জেলেকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. সাদ্দাম হোসেন এ রায় দেন। এর আগে সদর উপজেলার মেঘনা নদী এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ২৫টি টানা জাল, ১০টি চিংড়ি পোনা ধরার মশারি জাল, ৮ হাজার চিৎড়ি পোনা জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার মো. ওয়ালী উল্যাহ প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জেলেদের সাজা ও জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেন।

how do you feel about this website ?

%d bloggers like this: