ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুর মেঘনা নদী থেকে ৮ অসাধু জেলেকে আটক করেছে রামগতির বড়খেরী নৌ পুলিশ । মোঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহম্মেদ । এসময় মালির খাল ব্রিজঘাট মালেক নেতার খাল টাংকি ঘাট এবং তেলির খাল বরাবর এলাকা থেকে ওঁত পেতে থাকা ৮ জেলেকে আটক করে তারা । তাদের কাছ থেকে দুইটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা , ১৫ হাজার বর্গ মিটার কারেন্ট জাল , ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় । মালামালের বাজার মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা । উদ্ধারকৃত মাছ স্থানীয় একটি মাদ্রাসায় দান করা হয়। আসামীদের আটক করে রামগতি থানায় হস্তান্তর করা হয় । তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০১৩ এর ৫(২) (খ) এ ২ টি মামলা রুজু করা হইয়াছে । আটক কৃতরা হলেন, দিদার হোসেন , জুয়েল মিয়া , বাপ্পি মিয়া ,আলাউদ্দিন , রিদন মিয় , আনোয়ার হোসেন , ইব্রাহিম খলিল এবং মঈন উদ্দিন।
অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে ৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত । দুপুরে) (১৯ অক্টোবর) কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের ভাই ভাই ষ্টোরে অভিযান চালিয়ে ৭৪৪ টি কারেন্ট জালের বান্ডিল, প্রতি বান্ডিলে আধা কেজি করে ৩৭২ কেজি, (৪ লক্ষ মিটার) কারেন্ট জাল জব্দ করে পুড়ে ফেলে ভ্রাম্যমাণ আদালত । এসময় ভাই ভাই ষ্টোর এর মালিক আজাদ হোসেন খোকনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ৪ লক্ষ বর্গ মিটার কারেন্ট জালের বাজার মূল্য ধরা হয় ৮০ লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা ফেরদৌস আরা ও উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল কুদ্দুস। উপজেলা ভূমি কর্মকর্তা ফেরদৌস আরা জানান, গোপন সূত্রে খবর পেয়ে মৎস কর্মকর্তাকে সাথে নিয়ে তোরাবগঞ্জের ভাই ভাই ষ্টোরে অভিযান চালিয়ে ৪লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ এবং আজাদ হোসেন খোকনকে ১০ হাজার টাকা জরিমানা করি।