ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুর জেলাপরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমার বদলি জনিত কারনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে নবাগত জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারকে বরন করে নিলো জেলাবাসী।
জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন বিদায়ী কর্মকর্তা লক্ষ্মীপুর জেলা পরিষদের ২ বছর ১ মাস দায়িত্ব কালে সততার সহিত দায়িত্ব পালন করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজান বলেন, আমাদের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা এবং জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ বন্ধু হওয়ার কারনে জেলা পরিষদের জায়গা জমি সংক্রান্ত অনেক বড় ধরনের ঝামেলা সমাধান করা সম্ভব হয়েছে।