নিজস্ব প্রতিনিধি : ”দশ পেরিয়ে এগারতে পদার্পণ , সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি অনুষ্ঠান । বুধবার (১৮ জানুয়ারী) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে প্রেসক্লাবে এসে মিলিত হয়ে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর কেকে কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। অনুষ্ঠিানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল । এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ’এশিয়ান টিভির’ জেলা প্রতিনিধি ডালিম কুমার দাস টিটু , সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব প্রফেসর কার্তিক সেন গুপ্ত সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিকরা আছে বলেই নির্যাতিতরা বিচার পাচ্ছে, অসহায়রা সেবা পাচ্ছে তাই নির্ভীক সাংবাদিকতা এবং স্বাধীন সাংবাদিকতার বিকল্প নাই। স্বাধীন সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে দেশের উন্নয়নে সাংবাদিকরা ভূমিকা রাখবে।
এসময় প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা এশিয়ান টিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুনাম এবং রাতের এশিয়ান মিউজিকের ভালোলাগা ব্যাক্ত করে চ্যানেলটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন । এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য আনোয়ারের রহমান বাবুল, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মহি উদ্দিন মুরাদ, কোষাধ্যক্ষ ফিরোজ আলম হাওলাদার, গাজি টিভির জেলা প্রতিনিধি মোঃ নিজাম , সিনিয়র সাংবাদিক রাবেদ ভাই ,সিনিয়র সাংবাদিক নিজামী ভাই সাংবাদিক, নুর আহম্মদ মিলন,৭১ টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান মনির , যমুনা টিভির জেলা প্রতিনিধি মোঃ আনিস কবির , আনন্দ টিভির জেলা প্রতিনিধি বিএম সাগর, আর টিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা ,
দিপ্ত টিভির জেলা প্রতিনিধি তাপস সাহা ,সাংবাদিক রবিউল ইসলাম খান ,সাংবাদিক কাজি মাকসুদ ভাই ,বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ রাফি , দৈনিক বাংলার মুকুলের সম্পাদক মুকুল ভাই ,সাংবাদিক রনি, সাংবাদিক শিবলু ,সাংবাদিক সাজ্জাদুর রহমান ফরহাদ, চ্যানেল ২৪ এর মো. সোহেল রানা, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক আরিপ সাংবাদিক কিশোর , সাংবাদিক গাজি মমিন ,লক্ষ্মীপুর জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী ,
সাধারণ সম্পাদক জুটন কুরি , স্বেচ্ছাসেবী শংকর মজুমদার , প্রথম আলো বন্ধু সভার সভাপতি রিয়াদ হোসেন স্যার সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন , মুক্ত বাঙ্গালীর বার্তাসম্পাদক রাজীব হোসেন রাজু, সাংবাদিক নুর মোহাম্মদ ভোরের মালঞ্চ পত্রিকার বার্তা সম্পাদক সাগর ওয়াহেদ ফরহাদ সাংবাদিক রকি প্রমুখ।