লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা

 

ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পত্রিকাটি দুই যুগে প্রবেশ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এর আগে জেলার রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ডালিম কুমার দাস টিটু সহ আরো অনেকে। এসময় বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদকসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাকিরা উপস্থিত ছিলেন।

how do you feel about this website ?

%d bloggers like this: