নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা দাখিল মাদরাসা নতুন ভবন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কনা, সিলেকশন বালুর পরিবর্তে ভিটি বালু ব্যবহার, সস্তা সিমেন্ট ব্যবহার সহ নানান অভিযোগ করেছে স্থানীয়রা। রবিবার দুপুরে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সদর উপজেলার দালাল বাজার কামানখোলা দাখিল মাদরাসার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৪তলা নতুন ভবনের ১ম তলার কাজ চলছে কয়েকদিন যাবত। প্রথম থেকেই ঠিকাদার নিম্নমানে কাজ করে আসছিলো। কিন্তু কর্তৃপক্ষের কোন তদারকি না থাকায় অনিয়ম করে আসছে ঠিকাদার। নিম্নমানের ঢালাই, ভিটি বালু ব্যবহার করছে তারা। এছাড়াও ভীম তৈরি পর তা বাকা ও চেপে গেছে। এতে করে ভবনটি উপরের দিকে তুললে তা ঝুঁকিতে পড়বে। তাই পিলার ও ভীমগুলো ভেঙ্গে নতুন করে তৈরি করার দাবি এলাকাবাসীর।
মাদরাসার সুপার মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ঠিকাদার কাজে অনিয়ম করায় ভবনটি ঝুঁকিতে পড়বে। আমরা কাজের তদারকি করার জন্য শিক্ষকদের নিয়োজিত করেছি। তাছাড়া বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনবো।
এ বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
লক্ষ্মীপুরে মাদ্রাসা ভবন নির্মানে নানান অনিয়ম
