তিন ডাক্তারের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিডিএফ

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ ঢাকা সেন্ট্রাল হাসপাতাল থেকে গ্রেফতার হওয়া তিন ডাক্তারের মুক্তি ছেয়ে লক্ষ্মীপুরে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

রবিাবর (১৬ জুলাই ) দুপুরে বিডিএফ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রাঙ্গনে ডাক্তারদের উপস্থিতিতে একটি মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

 

বক্তারা বলেন, প্রকৃত তদন্ত ও বিচার প্রক্রিয়া ব্যাতীত শুধু মাত্র অভিযোগের ভিত্তিতে কোন ডাক্তারকে আটক করা যাবেনা । তারা আগামীকাল সমবার (১৭ জুলাই) লক্ষ্মীপুরের সকল প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণা দেন ।

 

 

এসময় উপস্থিত ছিলেন বিডিএফএর কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ডাঃ আশফাকুর রহমান মামুন, বিডিএফএর লক্ষ্মীপুর জেলা শাখার কর্মী ডাঃ মহিবুল্লাহ ,ডাঃ ইফসুফ মিলন, ডাঃ নাহিদ রায়হান, ডাঃ খালেদ ইবনে আব্দুল্যাহ ডাঃ আরমান, ডাঃ পারভেজ প্রমূখ

how do you feel about this website ?

%d bloggers like this: