সবুজ সাহা ঃ ”ধর্ম যার যার-রাষ্ট্র সবার” , ”ধর্মীয় রাষ্ট্র নয়-ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানবন্ধন ও বিক্ষোভ করেছে জেলা যুব ঐক্য পরিষদ । শনিবার (১৬জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গা এসে মিলেত হয় । পরে তারা মানবন্ধন এবং প্রতিবাদসভা করে। নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করার দাবি জানান হিন্দুু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ নেতারা। দাবি না মানলে আরো বড় কর্মসূচীর হুঁশিয়ারী দেন তারা। জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন । এড.রতন লাল ভৌমিকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য শৈবাল কান্তি সাহা ,যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা ,যুব ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি রাজ বিজয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদক জুটন কুরী ছাত্র ঐক্য লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শশাঙ্ক মজুমদার এবং মহিলা সম্পাদিকা ভানু নাগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন দেবনাথ।