লক্ষ্মীপুরে রায়পুরে বিল থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে ১৭ বছরের এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাত প্রায় ৯টার দিকে রায়পুর উপজেলার চর-আবাবিল ইউপির ঝাউডগি গ্রামের কফিল উদ্দিন হাওলাদার মোড়ে অবস্থিত রাস্তার পাশের বিল থেকে লাশটি উদ্ধার হয়। অজ্ঞাত কিশোরের দেহটি রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখা হয়েছে। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পড়নে ছিলো জিন্স প্যান্ট ও শরীরে লাল রংয়ের টি শার্ট। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় সাধারন ডায়রি করা হয়েছে। লাশটিতে ইদার্নিং পচন ধরতে শুরু করেছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, স্থানীয় গ্রামবাসীর সংবাদ পেয়ে অজ্ঞাতনামা কিশেরের লাশ উদ্ধার করা হয়। কিশোরের ঠিকানা ও স্বজনদের খোঁজ পেতে দেশের সকল জায়গায় বার্তা পাঠানো হয়েছে। তার পরিচয় পেলে রায়পুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।

how do you feel about this website ?

%d bloggers like this: