লক্ষ্মীপুরে শব্দ দূষণ সচেতনতামূলক কর্মশালা

 

নিজস্ব প্রতিবেদক ঃ  লক্ষ্মীপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় শব্দ দূষণের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি এর ক্ষতিকর দিকগুলোও তুলে ধরা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। ইকিউএমএস কনসালটিং লিমিটেডের পরিবেশ পরামর্শক মো. মাসুম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আহমেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম, ইকিউএমএস কনসালটিং লিমিটেডের সহকারি কনসালটিং আহমেদ যুবায়ের প্রমুখ।

কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ডাক্তার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (৪-৭ জুন) বিষয়ক জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

how do you feel about this website ?

%d bloggers like this: