ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুরে শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনর সংসদ সদস্য এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য নব-নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেন । সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন কমিটির সদস্যদের সপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষক আবুল বাসার বশির ,মোশারপ হোসেন চৌধুরী ,হারুনুর রশিদ,আবুল কালাম ও মোহাম্মদ আলী সহ ৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি করা এবং প্রতিটি স্কুলের সৌন্দর্য্যবর্ধন করা সহ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। আলাউদ্দিন আলোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মোহাম্মদ আবদুল হক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শামসুদ্দিন বাবুল , সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমূখ।