কমলনগররামগঞ্জরামগতিরায়পুরলক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে শীত উপেক্ষা করে শীতার্ত মানুষের কাছে এসপি মাহফুজ্জামান আশরাফ
লক্ষ্মীপুরে শীত উপেক্ষা করে শীতার্ত মানুষের কাছে এসপি মাহফুজ্জামান আশরাফ

ডালিম কুমার দাস টিটু ঃ প্রচন্ড শীত উপেক্ষা করে লক্ষ্মীপুরের অসহায়,গরীব ও বেদে পল্লীতে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এক মানবিক পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের মানবিকতায় মুগ্ধ জেলার আপামর জন সাধারণ । প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে গিয়ে তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেন এই পুলিশ কর্মকর্তা।
সোমবার (১৬ জানুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন শহরের বিভিন্ন এলাকার ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজ, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, টিআই (প্রশাসন) প্রবীর কুমার দাস, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।