লক্ষ্মীপুরে শুরু হয়ে গেছে দুর্গা পূজার প্রথম মুহুর্তের প্রস্তুতি

সবুজ সাহা , রামগতি ঃ আর কিছু দিন পরেই হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হবে । এরিমধ্যে প্রতিমা কারিগররা ব্যাস্ত সময় পার করছেন।   শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব। শরৎ কালে  শারদীয় দুর্গা মায়ের আগমনী বার্তা  প্রতিটি সনাতনি পরিবারে আনন্দের বাতাস বইতে শুরু করে। আসন্ন এই দুর্গা উৎসবকে সামনে রেখে প্রত্যেক মণ্ডপে মণ্ডপে চলছে প্রথম মুহূর্তের প্রস্তুতি।প্রতিবারের ন্যায় এবারও লক্ষ্মীপুরে নতুন ২টি পূজা মন্ডপ বৃদ্ধি পেয়ে ৭৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীরা তাদের হাতের  নৈপূণ্যে প্রতিমা তৈরির কাজে  ব্যাস্ত সময় পার করছেন। লক্ষ্মীপুর জেলার সকল উপজেলার ন্যায়  রামগতি উপজেলার পূজা মন্ডপ গুলোতেও তার ব্যতিক্রম নয় । বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায় আসন্ন দূর্গা পুজার প্রথম মুহূর্তের কাজ  নিয়ে ব্যাস্ত সবাই।  রামগতি উপজেলার বিভিন্ন পুজা  কমিটির নেতাদের কাছে জানতে চাইলে তারা তারা জানান , প্রতি বৎসরের মত  এবারও যথাযথ উৎসাহ উদ্দীপণার সাথে দুর্গা মায়ের পূজা অনুষ্ঠিত হবে । তবে গত বছরের মতই এবারো দুর্গা পূজায়  সামাজিক দূরত্ব বজায় রাখা , মাক্স ব্যবহার  এবং হ্যান্ড স্যানেটারিজ সহ সরকারি যাবতীয় নির্দেশনা মেনেই সুষ্ঠ পরিবেশ বজায় রেখে পূজা অনুষ্ঠিত হবে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এবং বিশৃংখলা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগনের সহযোগীতা কামনা করেন  তারা । প্রতিমা কারিগর (মৃৎশিল্পীরা) জানান এবছর করোনা এবং বৈশ্বিক মহামারির কারণে সরকার কতৃক শারদীয় উৎসব পালনের আগাম সিদ্ধান্ত দেওয়ায় দীর্ঘ সময় হাতে রেখে প্রতিমা নির্মাণ কাজ সম্পন্ন করতে সক্ষম হব ।  দিনরাত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে শৈল্পিক নৈপুণ্যে তারা তৈরি করে যাচ্ছেন প্রতিমা। রামগতি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতারা জানান , রামগতি উপজেলা প্রশাসন পূজার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে । উল্যেখ্য, গত বছর রামগতি উপজেলায় ১১ টি মন্ডপে দূর্গাপূজা হলেও এ বছর সর্ববিদ্যা উদযাপন পরিষদ, নামে চর মেহার সাহা পাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমে একটি নতুন মন্ডপ সহ এবছর ১২টি মন্ডপে দূর্গাপুজা হবে  । পূজাকে সামনে রেখে  রামগতি উপজেলা প্রশাসন থেকে সরকার কর্তৃক সকল সহযোগীতা আশ্বাস দিয়েছেন বলেও তারা জানান।

how do you feel about this website ?

%d bloggers like this: