লক্ষ্মীপুরে শোক দিবস উপলক্ষ্যে যুবলীগ নেতা শেখ জামান রিপনের উদ্যেগে দোয়া ও রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ ই আগস্টের নিহত সহকারে শহীদদের স্মরণে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন জেলা যুবলীগের সাবেক প্রথম যুগ্ম-আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী শেখ জামান রিপন।

বুধবার দুপুরে স্থানীয় ঝুমুর হল সংলগ্ন স্থানে জনক বঙ্গবন্ধু সহ সপরিবারে শাহাদাতবরণকারী এবং একুশে আগস্টে গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের জন্য দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করেন।

অসহায় মেহনতি মানুষ এবং বেদেদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কোভিদ হোসেন রিপন, সাবেক ছাত্রনেতা এডভোকেট রিগান,এডভোকেট আজাদ সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা যুবলীগকে ঐক্যবদ্ধ করে সকল আন্দোলন সংগ্রামে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন ।

how do you feel about this website ?

%d bloggers like this: