লক্ষ্মীপুরে শ্রমিকলীগের আহ্বায়ক মামুনুর রশিদের ব্যাক্তিগত উদ্যেগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ডালিম কুমার দাস টিটু  : লক্ষ্মীপুরে শ্রমিকলীগের জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের ব্যক্তিগত উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে । এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় । সোমবার (১৭ মে) বিকেল সোয়া ৫ টার দিকে শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শহরের বাগবাড়ি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ ও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক হাসেম আহমেদ রুপমসহ অর্ধশতাধিক মুসল্লি। লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগ জেলাতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এই পর্যন্ত  লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় ও স্থানীয় সকল দিবস  কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পালন করা হয়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শ্রমিক লীগ নেতা ও লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মামুনুর রশিদ এর এই মহতি  উদ্যোগ  সর্ব।মহলে প্রশংসিত হয়।  লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ বলেন, বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার পর বাঙ্গালী জাতি তাদের শক্তি হারিয়েছে । শেখমুজিবুর রহমানকে হারিয়ে বাংলাদেশ হারিয়েছে বলিষ্ট নেতৃত্ব   । কিন্তু  ১৯৮১ সালে শেখ হাসিনা ফিরে এসে আবারো এই জাতি নতুন করে বাঁচার শক্তি ফিরে পেয়ে ছিলেন।  সেইদিন শেখ হাসিনা ফিরে এসেছিলো বলেই  দেশ সামাজিক , সাংষ্কৃতিক , রাজনৈতিক এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পেরেছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল । বর্তমান  করোনা মহামারির সংক্রমণ রোধেও প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ভূমিকা রেখেছে তা আজ সারা বিশ্বে প্রশংসনীয় ।প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান। ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয়। পরবর্তীতে তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

how do you feel about this website ?

%d bloggers like this: