লক্ষ্মীপুরে সম্মাননা পেলেন ১৩জন গুণী শিল্পী , অনিয়ম অব্যবস্থাপনায় ক্ষুব্দ জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে দীর্ঘ ৮ বছর জুলে থাকার পর , তিন বছরের (২০১৪-২০১৫ ও ২০২৬ সাল) জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা (ক্রেষ্ট, নগদ টাকা, সনদ ও উত্তরীয়) পেয়েছেন স্থানীয় ১৩জন গুণী শিল্পী। তবে সাংষ্কৃতিক কর্মীদের অনিয়ম অব্যবস্থাপনায় ক্ষুব্দ ছিলেন জেলাপ্রশাসক । এসময় দেখা যায় স্থানীয় এক সাংষ্কৃতিক কর্মী টিংকু জেলাপ্রশাসককে উত্তরীয় পরিয়ে দিতে গেলে তিনি তা গ্রহন করেননি । লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমীর আয়োজনে সোমবার বিকেলে (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের টাউন হলে এ সম্মাননা দেয়া হয়। এর মধ্যে ৬জন শিল্পী প্রয়াত হওয়ায় তাদের পক্ষে পরিবারের লোকজন সম্মাননা গ্রহণ করেছেন। এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে জেলা কালচারাল কর্মকর্তা কামরান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

 

how do you feel about this website ?

%d bloggers like this: