নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরে সরকারি ঔষধ রাস্তার পাশে কাগজ বিছিয়ে বিক্রি হতে দেখা যায়। এমন দৃশ্য দেখা যায় রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে । যেখানে সাস্থ্য কমপ্লেক্সগুলুতে ঔষধের জন্য গেলে নানান অযুহাতে ফিরিয়ে দেয়া হয় অসহায় রোগিদের । সেখানে রাস্তার পাশে এমন ঔষধ বিক্রি সত্যি দুঃখজনক। স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন,আমরা কমিউনিটি ক্লিনিকে ওষুধের জন্য গেলে আমাদের নানান ধরনের কথা বলে । মাঝে মাঝে ওষুধ দেয়না ,আবার বলে নাই । আর বাজারে অন্যান্য জিনিষের মতই বিক্রি হচ্ছে সরকারি ঔষধ। যদিও সরকারি ঔষধ বিক্রি বেআইনি কিন্তু কোন আইনে সরকারি ঔষধ গুলো বিক্রি হচ্ছে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন বলেন , আমি বিষয়টি জানিনা তবে এটা সম্পূর্ণ বেআইনি, রাস্তার পাশে সরকারি লেভেল যুক্ত ঔষধ যদি কেউ বিক্রি করে তাহলে পুলিশ দিয়ে ধরাইয়া দেন ।