Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
কমলনগররামগতিলক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইউএনও কামরুজ্জামান, জড়িয়ে পড়েন নদীপাড়ের সুবিধা বঞ্চিত শিশুদের ভালোবাসায়

লক্ষ্মীপুরে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইউএনও কামরুজ্জামান

ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুরে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে যান কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ।  সাথে থেকে এলাকা পরিদর্শন করেন ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার সায়েফ উল্যাহ । এসময় নদী পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের ভালোবাসায় জড়িয়ে পড়েন তিনি । তুলে দেন তাদের হাতে সামান্য কিছু উপহার।

তিনি বলেন, নদীর পাড়ের এই সুবিধা বঞ্চিত শিশুদের অকৃত্রিম ভালোবাসায়  আমি মুগ্ধ । তাদের মিষ্টি হাসি আমার প্রাণ জুড়িয়ে যায়। আমি ভুলে যাই ভেদ বিবেদ , ভুলে যাই ধনী গরিবের ভেদাভেদ , ডুবে যাই  প্রকৃতির সাথে ,যত ক্লান্তি সব দূর হয়ে যায় ওদের তৃপ্ত হাসিতে । যতদিন বাঁচবো মানুষ , মনুষ্যত্ব আর মানবতার জন্য কাজ করে যাবো এই হোক আমাদের সকলের প্রত্যয়। জেলার কমলনগর উপজেলাটি একটি ভাঙ্গন কবলিত এলাকা এই উপকুলীয় এলাকাটিতে বেশিরভাগ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে । নদীতে মাছ ধরে , নৌকা চালিয়ে , কৃষি কাজই তাদের জীবিকার প্রধান উৎস । অনেক চাওয়ার মাঝে তাদের চাওয়াটা খুবই অল্প ।

তারা চায় সারাদিনের পরিশ্রমের পর তিনবেলা তিনমুঠো ভাত আর সন্ধ্যার পর একটু স্বস্তির নিশ্বাস ছাড়িয়ে সারাদিনের ক্লান্তি দূর করে একটু নিদ্রা । সকালের মোরগ ডাকা ভোরে ঘুম ভেঙ্গে পান্তাভাতের সাথে কাাঁচা মরিচ যেন প্রতিদিনের রুটিন হয়ে যায়। এরপর আবার শুরু জীবিকার জন্য সংগ্রাম । এভাবেই চলতে থাকে এদের সংগ্রামী জীবন ।

সরকারের সকল ধরণের সুযোগ সুবিধা যেন সঠিকভাবে পায়, এই অসহায় মানুষগুলো যেন বঞ্চিত না হয় সেই লক্ষ্যে কাজ করছেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান । সেই সাথে সুখে দুঃখে ভালোবাসার চাদর দিয়ে জড়িয়ে রেখেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার সায়েফ উল্যাহ । সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারের দেয়া সুবিধা তাদের মাঝে পৌঁছে দিতে কাজ করছেন এই কর্মকর্তা । উল্যেখ্য , কমলনগর উপহজলার নির্বহী কর্মকর্তা কামরুজ্জামান যোগদানের পরপরই উপজেলার প্রতিটি সেক্টরে পরিবর্তনের সু-বাতাস বইছে ।

ভালোবেসেছেন উপজেলার মানুষগুলোকে । অন্যায়কে অন্যায় এবং ভালোকে ভালো বলতে বদ্ধ পরিকর এই কর্মকর্তা । তাইতো উপজেলার মানুষগুলোও তাকে ভালোবেসেছেন মন থেকে । মাত্র দুই বছরে সরকারের সকল সুযোগ সুবিধা এবং দারিদ্র বিমোচন , আর্থ -সামাজিক উন্নয়নে উপজেলার জনগনের জন্য খুব বড় ধরণের ভূমিকা রেখেছেন এই কর্মকর্তা । বাংলাদেশের প্রতিটি উপজেলায় এমন কর্মকর্তা থাকলে বঙ্গবন্ধুর বাংলাদেশ সোনার বাংলায় রুপ নেয়া সময়ের ব্যাপার এমনটাই জানালেন বিশিষ্টজনরা।

Related Articles

how do you feel about this website ?

Back to top button
%d bloggers like this: