লক্ষ্মীপুরে সুপারির দাম নাগালের বাহিরে, কিনতে হিমসিম খাচ্ছেন বেপারী
সবুজ সাহাঃ
দেশে সুপারি উৎপাদনে লক্ষ্মীপুরের রয়েছে আলাদা পরিচিতি, এবারও লক্ষ্মীপুরে সুপারির বাম্পার ফলন তবে দামে চড়া।
লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর উপজেলার বিভিন্ন বাজার সুপারি ব্যবসায়ী মো.বাবর জানালেন, মৌসুমের শুরুতে প্রতি পোন (৮০টি) পাকা সুপারি ১৬০ থেকে ১৮০ টাকা দরে কেনা হয়েছে। বর্তমানে ৯০ থেকে ১২০ টাকা দরে কেনা হচ্ছে। তবে কাঁচা সুপারি কেনা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। মৌসুমের শুরুতে কাঁচা সুপারি কেনা হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়, একাধিক ব্যবসায়ি জানান, দাম সাথে হরতা না মিল থাকায় গত বছর থেকে কম যোগান করছি, আমরা ছোট খাট বেপারী গত বছর এক বি কিনতে হয়েছে ৪শ থেকে ৫শ, কিন্তু এ বছর কিনতে হচ্ছে ৭শ থেকে ৮শটাকা আমরা কত কিনে কত বিক্রি করবো।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সুপারি গাছে ফুল আসে। কার্তিক-অগ্রহায়ণ মাসে এ ফুল পাকাপোক্ত সুপারিতে পরিণত হয়।
মূলত কার্তিক আর অগ্রহায়ণ মাসেই সুপারির ভরা মৌসুম। এখানকার সুপারির প্রায় ৭০ ভাগ নদী-নালা, খাল-ডোবা, পুকুর ও পানিভর্তি পাকা হাউজে ভিজিয়ে রাখে স্থানীয় ব্যবসায়ীরা। আর ৩০ ভাগ সুপারি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ছাড়াও রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। জেলা কৃষি কর্মকর্তা বলেন , প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই মুক্ত পরিবেশ পাওয়ায় চলতি বছর এ জেলায় সুপারির বাম্পার ফলন হয়েছে। জেলার পাঁচটি উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে চলতি বছর সুপারি উৎপাদন হবে ১৭ হাজার মেট্রিক টন। প্রতি বছর এজেলায় প্রায় ৫’শ’ থেকে ৬’শ’ কোটি টাকার সুপারি উৎপাদন হয়।