লক্ষ্মীপুরে সেনাবহিনীর মাধ্যমে টেকশই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ডালিম কুমার দাস টিটু  ঃ লক্ষ্মীপুর রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় ৩১ কিলোমিটার বাঁধ নির্মাণকাজে বাংলাদেশ সেনাবাহিনীকে চায় লক্ষ্মীপুর জেলাবাসী। এ দাবিতে কমলনগর উপজেলার সামনে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে নদী শাসন সংগ্রাম পরিষদ এর উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । অন্যদিকে একইদিন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে   লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর মেঘনার তীর রক্ষা বাঁধ সেনাবাহিনীর তত্বাবধায়নে হওয়ার দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা । বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে রামগতি কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ এ আয়োজন আইনজীবীরা মানববন্ধনে অংশগ্রহন করেন । জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,  হাজিরহাট সরকারি উপকূল কলেজ এর সাবেক অধ্যক্ষ ও কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল মোতালেব , এড.মিলন মন্ডল নদী শাসন সংগ্রাম পরিষদের সদস্য সচিব এম এ মজিদ বক্তারা বলেন, মেঘনা নদীতে অসংখ্য স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদসহ অনেক হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত মানুষ মানবেতর জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেড়িবাঁধের কাজের জন্য তিন হাজার ১শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ৩ হাজার ১শ কোটি টাকার  টেকসই বাঁধ নির্মাণ যাতে সুষ্ঠ হয় সেজন্য সেনাবাহিনীর দায়িত্ব চায় স্থানীয় বাসিন্দারা। আর তা না হলে জলের টাকা জলে যাবে বলে জানান তারা ।

how do you feel about this website ?

%d bloggers like this: