লক্ষ্মীপুরে সড়ক পরিদর্শনে সাংসদ নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি , ১ যুগের ভোগান্তির শেষেরায়পুর-পানপাড়া সড়কের নির্মাণকাজ শুরু হলো


ডালিম কুমার দাস টিটু ঃ   লক্ষ্মীপুর এক যুগের ভোগান্তির শেষে রায়পুর-পানপাড়া সড়কের নির্মাণকাজ শুরু হলো । জেলার রায়পুর উপজেলার  রায়পুর-পানপাড়া সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিদর্শনকালে সাংসদ নয়ন সড়কের নির্মাণ কাজ তদারকি করেন। এসময় ঠিকাদার ও প্রকৌশলীদেরকে সড়কটি দ্রত সময়ে মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৬ কিলোমিটার সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয় ৯ কোটি ১৭ লাখ টাকা । কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছেন মেসার্স তমা কনষ্ট্রাকশন এন্ড কো: লি: ও এম এ ইঞ্জিনিয়ারিং জেবি ।
উল্যেখ্য , রায়পুর থেকে রামগঞ্জ উপজেলা সংযোগ  সড়কটি দীর্ঘ ১যুগ যাবত সংস্কার না হওয়ায় ভোগান্তির শিকার স্থানীয় জনগন। সম্প্রতি উক্ত সড়কের টেন্ডার হলেও বিভিন্ন  জটিলতায় নির্মাণ কাজ বন্ধ থাকে। সর্বশেষ স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে  বিষয়টি নিয়ে আলোচনা করে উক্ত সড়কটির নির্মাণকাজ পুনরায় শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, রায়পুর থানার ইন্সপেক্টর তদন্ত কার্তিক,  ঠিকাদার ওমর হোছাইন ভুলু প্রমূখ।

how do you feel about this website ?

%d bloggers like this: