লক্ষ্মীপুরে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরের রায়পুরে ডাব পাড়াকে কেন্দ্র করে আব্দুল মন্নান নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার(১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামীদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন স্থানীয় সোনাপুর গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী ফিরোজ আলম ও তার ছেলে ২০ বছর বয়সী জুয়েল।
আদালত সূত্র জানা যায়, লক্ষ্মীপুর রায়পুরের সোনাপুর গ্রামের নাছির আলী দালাল বাড়ীতে ২০১৫ সালের ২৮ জুলাই ডাব পাড়াকে কেন্দ্র করে আব্দুল মন্নানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা ইসমাইল জবিউল্লাহ বাদী হয়ে থানায় দুইজনকে আসামী করে মামলা করেন। পরে পুলিশ একই বছরের ২৫ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি ও একাধিক স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ শেষে অভিযুক্ত ফিরোজ ও তার ছেলের যাবজ্জীবন কারাদন্ড ও অর্থ দন্ডের রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসেকিউটর(পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

how do you feel about this website ?

%d bloggers like this: