লক্ষ্মীপুরে হত দরিদ্র মানুষের লক্ষ্যে ৪০ দিনের কর্মসূচির কাজ পরিদর্শন করছেন ইউএনও কামরুজ্জামান

 

 

ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা নদী ভাঙ্গা  একটি  দরিদ্র এলাকা । এই উপজেলার মানুষগুলোকে আপন করে নিয়ে তাদের জীবন মান উন্নত করতে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান । সম্প্রতি পহেলা জানুয়ারী থেকে শুরু হয়েছে  হত দরিদ্রদের জীবন জিবীকার জন্য ৪০ দিনের কর্মসৃজনের কাজ । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান  প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের ডেকে এনে সঠিক ভাবে কাজ করার জন্য বলেন । এছাড়াও ট্যাগ অফিসারদের কঠোরভাবে তদারকির জন্য বলে দিয়েছেন । ২/১ টি ইউনিয়ন ছাড়া প্রত্যেকটি ইউনিয়নে সঠিকভাবে শ্রমিক দিয়ে এই কর্মসৃজনের কাজ চলছে বলে খবর পাওয়া যায় । সরেজমিনে রাস্তার কাজে  নিজে গিয়ে  তদারকি করছেন এই কর্মকর্তা । সরেজমিনে গিয়ে দেখা যায় কাজ সঠিকভাবে হচ্ছে কিনা , শ্রমিক দিয়ে কাজ করছে কিনা , মাটি ঠিক মত দিচ্ছে কিনা বিভিন্ন বিষয়গুলো নিজে দেখ ভালো করছেন ।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, একশ ভাগ কাজ আদায় করতে প্রত্যেকটি চেয়ারম্যানকে বলা হয়েছে । আমি নিজে গিয়েও কাজের তদারকি করছি আশা করি কাজে কোন রকম অনিয়ম হবেনা।

how do you feel about this website ?

%d bloggers like this: