লক্ষ্মীপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনার প্রতিবাদ মানববন্ধন

 

ডালিম কুমার দাস টিটু : ৪ ডিসেম্বর লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস । এই দিনে আমরা ক’জন মুজিব সেনার ব্যানারে প্রতিবাদ মানবন্ধন করেছে আমরা ক’জন মুজিব সেনার নেতা কর্মীরা । আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় সংগঠনটির প্রতিষ্ঠাতা এ এফ জসিম উদ্দিন এর নির্দেশে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তারা ত্যাগী নেতাদের মুল্যায়ন এবং অনতিবিলম্বে হাইব্রিডদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার অনুরোধ জানান । এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সাবেক ছাত্রনেতা আবু তালেব হালান , মোফাচ্ছের হোসেন চুন্নু,সোহাগ পাঠওয়ারী ,আজিম সহ সংগঠনটির নেতৃবৃন্দ।

how do you feel about this website ?

%d bloggers like this: