লক্ষ্মীপুরে ১০০ মন ইলিশ মাছ ও মাছ ব্যাবসায়ী,জেলেসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড

ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরে ১০০ মন ইলিশ মাছ ,ব্যাবসায়ী এবং জেলেসহ ৯ জনকে আটক করেছে রামগতি কোস্টগার্ড । আটককৃতদের অর্থদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন ।

শনিবার (১৮ মার্চ) ভোরে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন রামগতির কন্টিনজেন্ট কমান্ডার এম মুজতবা পিও (মেড) এর নেতৃত্বে জেলার রামগতি থানাধীন চৌধুরীর হাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার মাছসহ ১০০ মন ইলিশ মাছ উদ্ধার করে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এতিমখানা এবং অসহায় গরিবের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানাযায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে রামগতির চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৪ টন মাছ (১০০ মন) ০১ টি ট্রাক, ০১ জন ট্রাক ড্রাইভার, ০১ হেল্পার ও জেলে মাছ ব্যবসায়ীসহ ৯ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থদন্ড করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী।

অর্থদন্ডপ্রাপ্তদের প্রত্যেকের বাড়ি ভোলা, বরিশালে। মেঘনা নদী থেকে মাছ ধরে তারা ট্রাকে করে পাচারের সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়ে।

how do you feel about this website ?

%d bloggers like this: