লক্ষ্মীপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর থেকে ইয়াবাসহ রাকিব হোসেন ও মহিউদ্দিন সাওন নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের ঝুমুর ট্রাফিকবক্স এর সামনে থেকে শাহি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়। এসময় মিষ্টি ও কেকের ৩ টি প্যাকেট থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা শাখার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার দুজনই পেশাদার মাদক কারবারি। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে মিষ্টি প্যাকেটে ইয়াবা ঢুকিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শাহি পরিবহন থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

how do you feel about this website ?

%d bloggers like this: