লক্ষ্মীপুর আদিলপুরে গাছের চাপায় শিশুর মৃত্যু

ডালিম কুমার দাস টিটু ঃ  লক্ষ্মীপুরে গাছচাপায় ইসরাত জাহান মুমো নামের
এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এসময় আরো ৪ জন আহত হয়েছেন।শনিবার দুপুর
১২টার দিকে পৌর শহরের আদিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ সদর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া
হচ্ছে।
নিহত শিশু মুমো স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনের কন্যা। মুমো অদিলপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,মায়ের সঙ্গে স্থানীয় আদিলপুর গ্রামের তিনা
গাজী বাড়িতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু মুমো। সকালে সে, তার মা,
মামী, নানীসহ বাড়ির উঠানে আড্ডা দিচ্ছিল। এসময় পাশে মুমোর মামাদের একটি
কড়ই গাছ কাটছিলেন শ্রমিকরা। এসময় গাছটি তাদের আড্ডাস্থলে পড়ে। এতে মুমোসহ
আহত হন ৫ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মুমোকে মৃত
ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে নিহত শিশুর বাবা ইসমাইল তার মেয়েকে শ্রমিকরা হত্যা করেছে দাবি
জানিয়ে এ ঘটনার বিচার চাইছেন।
শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

how do you feel about this website ?

%d bloggers like this: