নিজস্ব প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় হত দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে নতুন রাস্তা নির্মাণের কার্যক্রম । সম্প্রতি কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ও ইউনিয়নের চেয়ারম্যান মির্জা আশ্রাফুল জামান রাসেল ৩,৪,৫,৭ও ৮ নং ওয়ার্ডের হতদরিদ্রদের দিয়ে এই রাস্তার কাজগুলো পরিদর্শন করেন। এই প্রকল্পের আওতায় তার ইউনিয়নের দরিদ্র মানুষগুলো শ্রমের বিনিময়ে পাচ্ছে অর্থ। এই প্রকল্পের মাধ্যমে একজন শ্রমিক সাবলম্বি হতে না পারলেও স্ত্রী সন্তানদের নিয়ে তিন বেলা পেট পুরে ভাত খেতে পারবে এমনটাই জানালেন কয়েকজন শ্রমিক । সরকারের পক্ষ থেকে হত দরিদ্র শ্রমিকদের দিয়ে এ রাস্তার কাজ শেষ করার কথা রয়েছে। তোরাবগঞ্জ ইউনিয়নের রাস্তা গুলোর কাজে প্রতিটি রাস্তায় প্রতিদিন অধর্-শতাধিক শ্রমিক কাজ করছেন। চেয়ারম্যান আশ্রাফুল জামান রাসেল জানান, হত দরিদ্রদের কাজ নিয়ে কোন রকম অনিয়ম আমি মেনে নেবনা। হত দরিদ্রদের দিয়ে আমার ইউনিয়নের রাস্তাগুলোর কাজ চলছে । তাদের দিয়েই রাস্তার কাজ শেষ করবো । এতে একদিকে গ্রামের উন্নয়নের মাত্রা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে হতদরিদ্র মানুষগুলো কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। চেয়ারম্যান রাসেল তোরাবগঞ্জ ইউনিয়নের দায়িত্ব নেয়ার পর থেকেই এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। প্রতি দিনই মানুষের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের খবর নিচ্ছেন। এতে এলাকার সাধারণ মানুষ চেয়ারম্যান রাসেলের কার্যক্রমে সন্তুষ্ট বোধ করেন।
কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন , আমি আমার উপজেলার প্রত্যেক চেয়ারম্যানকে বলেছি হতদরিদ্রদের দিয়ে এই কাজটি যাতে সঠিকভাবে হয় । এছাড়া ট্যাগ অফিসারদেরকেও বলা আছে। বিষয়টি আমি নিজে মাঠ পর্যায়ে তদারকি করছি। তবে ভেকু দিয়ে কাজ করার কোন সুযোগ নেই বলেও জানান এই কর্মকর্তা ।