ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুর কমলনগরে প্রথমবারেরমত চালু করা হলো অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং । মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এসডিজি-৩: “সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণে” জেলা প্রশাসন, লক্ষ্মীপুর এর উদ্যোগে কমলনগর উপজেলা প্রশাসন, এর আয়োজনে সকল শিক্ষার্থীদের জন্য চালু হলো বাংলাদেশের প্রথম অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং ।
বুধবার (১৮মে) সকালে হাজির হাট মিল্লাত একাডেমীর সকল শিক্ষার্থীদের নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের মাঝে বিষয়টি তুলে ধরা হয়। এতে করে শিক্ষার্থীরা পাবে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মেহের নিগার । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ভূমি বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ