লক্ষ্মীপুর কমলনগর চর-কালকিনিতে ৩২ বছরেও হয়নি রাস্তা সংস্কারের কাজ

 

নিজস্ব প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর চর-কালকিনি ইউনিয়নে ৩২ বছরেও সংস্কার হয়নি রফিকগঞ্জ থেকে শান্তির হাট এক কিলো মিটার রাস্তা মেরামতের কাজ । একসময় রাস্তাটি কাঁচা ছিলো চেয়ারম্যান মাষ্টার সায়েফ উল্যাহ নির্বাচিত হওয়ার পর রাস্তাটির কাঁচা থেকে কিছু অংশ সলিংএ উন্নিত করা হলেও বাকিটা কাাঁচা রয়ে যায় । বর্তমানে এই রাস্তাটি এখন ভেঙ্গে জরাজির্ণ হয়ে আছে যেন দেখার কেউ নেই। মনে হয় যেন সরকারের উন্নয়ন থেকে পিছিয়ে আছে কমলনগরের এই এলাকা । ৩২ বছর আগের সেই সলিং রাস্তায় (ভাঙ্গা) আজও চলাফেরা করছেন এলাকাবাসী । দূর্ভোগে চলাচল করতে হয় স্থানীয়দের। বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনা। একজন মুমূর্ষ রোগিকে নিয়ে হাসপাতালে যেতে পারেনা । এই রাস্তাটির জন্য নদীকুলের অবহেলিত এই মানুষগুলো প্রতি নিয়তই বিভিন্ন দূর্ঘটনার শিকার হন। অতি দ্রুত এই এক কিলো মিটার রাস্তা পাকা করে দিলে প্রায় ১০ হাজার মানুষ দূর্ভোগ থেকে রক্ষা পাবে বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী।
চেয়ারম্যান মাষ্টার সায়েফ উল্যাহ জানান, ৩২ বছর আগে রাস্তাটি হয়েছে কিন্তু আজ পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়না। আমি চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যান ,নির্বাহী কর্মকর্তা এবং এল জি এসপির অফিসার সহ সবাইকে অবহিত করেছি রাস্তাটা করার জন্য। তিনি বলেন, অতি জরুরি ভিত্তিতে রাস্তাটি করলে এলাকাবাসী এবং ছাত্রছাত্রীসহ প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হবে।

how do you feel about this website ?

%d bloggers like this: