লক্ষ্মীপুর চরকালকিনি ইউনিয়নে নির্বাচনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

 

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়নে নির্বাচনের দাবিতে সাধারণ জনগনের আহ্বানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৩ জুলা ই) বিকালে ইউনিয়নের মতিরহাট এলাকার মতিরহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সর্বসাধারণের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১ নং চর কালকিনি ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এড.একেএম নুরুল আমিন রাজু। বক্তারা বলেন দীর্ঘ এক যুগ কালকিনি ইউনিয়নের নির্বাচন না হওয়ায় ইউনিয়নের উন্নয়ন ব্যাহত হচ্ছে।গরিবরা ঠিকমত তাদের প্রাপ্য বুঝে পাচ্ছেনা। চেয়ারম্যান নিজে দুর্নীতি করে গরিবের হক মেরে খায়। তারা বলেন দীর্ঘ সময় পর হলেও কালকিনি ইউনিয়নে গেজেট প্রকাশ হয়।কিন্তু দুঃখ জনক হলেও সত্য গেজেটে অনেক বড় ধরনের ভুল থাকায় আবারো নির্বাচন না হওয়ার আশংকা করেন তারা। তারা মনে করেন একটা পক্ষ ষড়যন্ত্র করে নির্বাচন না হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই অতিসত্বর ভুল সংশোধন করে নির্বাচন দেয়ার আহ্বান জানান কালকিনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীসহ উপজেলা আওয়ামিলীগ এর নেতৃবৃন্দ এবং কালকিনিবাসী। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা আহসান উল্যাহ হিরন, যুবলীগ নেতা রাজু সাবেক ছাত্রলীগ নেতা সাহেদ সহ স্থানীয় এলাকাবাসী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

how do you feel about this website ?

%d bloggers like this: