লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিকের দায়িত্ব পেলেন সায়েম হোসাইন

ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন ছায়েম হোসাইন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ স্বাক্ষরিত একটি চিঠিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পন করা হয় । ছায়েম হোসাইনের বাড়ি রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে । খুবই সাধারণ জীবনযাপন করেন তিনি ।

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন । শিক্ষা জীবনে তিনি মাস্টার্স শেষ করেন । এর আগে এই নেতা রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন । পরবর্তিতে তার কাজের দক্ষতা জেলা স্বেচ্ছাসেবকলীগের নজরে পড়লে তাকে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক এর দায়িত্বে দেয়া হয়।

দায়িত্বে থাকা অবস্থায় কখনো দায়িত্বের অবহেলা করেননি এবং অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি । তার রাজনৈতিক সক্রিয়তা এবং দলিয় কর্মকান্ডে গতিশীলতার কারনে তার ওপর বিশ্বাস রেখে সাম্প্রতি সময়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আনেন । বিভিন্ন বিষয় নিয়ে এই নেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের কৃতজ্ঞ। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন অতিতের ন্যায় আমি আমার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করবো । আমি দীর্ঘসময় থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ।

আওয়ামীলীগের যে কোন ধরণের আন্দোলন-সংগ্রামে আমি মাঠে ছিলাম। ইনশাল্লাহ আগামী দিনও সব ধরণের কর্মকান্ডের সাথে আমি থাকবো। জেলা স্বেচ্ছাসেবকলীগকে আরো শক্তিশালী ও গতিশীল করতে আমার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে একমত হয়ে সবার সাথে সমন্বয় করে কাজ করবো। আগামী দিনে বিএনপি-জামায়াতের যে কোন ধরণের সহিংসতা রুখতে কাজ করবো ।

তিনি আরো বলেন, আজ বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত । তার একমাত্র দাবিদার আমাদের সকলের প্রিয় , বাংলার উন্নয়নের কান্ডারী মমতাময়ী নেত্রী ,জননেত্রী ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু দিয়েছেন লাল সবুজের একটি স্বাধীন ভূখন্ড আর বর্তমানে সেই ভূখন্ডকে একটি স্বর্গরাজ্য বানিয়েছেন আমাদের শেষ আশ্রয়ের ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দলকে শক্তিশালী এবং গতিশীল করতে কর্মীদের সক্রিয় করতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে কাজ করার অঙ্গিকারবদ্ধ সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম হোসেন।

 

 

 

 

 

 

 

 

 

how do you feel about this website ?

%d bloggers like this: