লক্ষ্মীপুর নব-নির্বাচিত ২৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

ডালিম কুমার দাস টিটু ঃ তৃতীয় ও চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর ২৩টি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সদরের ১৪টি ও রামগঞ্জের ৯টি ইউপি’র নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হয়। এসব জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, জেলা নির্বাচন কমিশনার মুহাম্মদ নাজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তী চাকমাসহ প্রমুখ।

how do you feel about this website ?

%d bloggers like this: