ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হল এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব পেলেন প্রফেসর মাইন উদ্দিন পাঠান । শিক্ষাবিদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মাইন উদ্দিন পাঠান দীর্ঘসময় ধরে লক্ষ্মীপুর থিয়েটারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন । এ ছাড়াও তিনি লক্ষ্মীপুরের অনেক সামাজিক , সাংষ্কৃতিক সংগঠনের দায়িত্ব পালনে অঘ্রণী ভূমিকা রাখছেন । নিজের পেশার জায়গা থেকে কখনো কোন অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেননি । তারই ধারাবাহিকতায় তিনি আজ পাবলিক লাইব্রেরী ও টাউন হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন । এরিমধ্যে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হল এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দায়িত্ব পাওয়ার খবরটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অভিব্যাক্তি জানিয়েছেন অনেকে । লক্ষ্মীপুরের বিশিষ্টজনরা জানিয়েছেন একজন যোগ্য ব্যাক্তিকে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দায়িত্বভার দেয়া হয়েছে । আশা করি তার নেতৃত্বে এই প্রতিষ্ঠানের অত্যাধুনিকায়ন লক্ষ্মীপুরবাসী দেখতে পাবে। নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর মাইন উদ্দিন পাঠান বলেন, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির দায়িত্ব পেয়ে আমি আনন্দিত সেই সাথে এই প্রতিষ্ঠানের শিক্ষা , সাংষ্কৃতি , ক্রীড়া এবং সমাজকর্মের ক্ষেত্রে সবাইকে সাথে নিয়ে যেন ভালোভাবে কাজ করতে পারি সেই প্রচেষ্টা চালিয়ে যাবো ।
উল্যেখ্য , এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পাবলিক লাইব্রেরী ও টাউন হলের দীর্ঘসময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন টাউন হলের প্রতিটি ইট বালুর সাথে মিশে আছে যার অস্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জগদিশ চন্দ্র সাহা পঞ্চু । গত কিছুদিন আগে ব্রেইন স্ট্রক জনিত কারনে তিনি প্রয়াত হয়েছেন । লক্ষ্মীপুর শহরে পঞ্চু দা’ নামে খ্যাত সরল, মার্জিত ও উজ্জ্বল এই ব্যক্তিত্ব ১৯৬০ এর দশকে লক্ষ্মীপুর অঞ্চলের ফুটবল জগতের কিংবদন্তি গোলরক্ষক ছিলেন , ১৯৭০ এর দশকে নাটক ও মঞ্চ নির্মাণ ও নাটক প্রদর্শনীতে অন্যতম প্রধান নেপথ্য কর্মী ছিলেন। ১৯৯৫-৯৬ সালে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হল ভবন সংস্কার এবং ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত টাউন হল মিলনায়তন নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন । মৃত্যুর আগ পর্যন্ত তিনি টাউন হলের দায়িত্ব পালন করেছেন ।