লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদ প্রার্থী বদরুল আলম শাম্মীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরে আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করছেন মেয়র পদ প্রার্থী একেএম বদরুল আলম শাম্মী। শুক্রবার (২৭ আগস্ট) বিকালে পৌর শহরের ৭,৮,৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় একাধিক ভোটার বলেন, আমরা পরিবর্তন চাই।শাম্মীভাই ভালো মানুষ আমরা এবারের পৌর নির্বাচনে তিনি মেয়র হলে পৌরবাসী সবধরনের সুযোগ সুবিধা এবং সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। মেয়র প্রার্থী শাম্মী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। সেই তুলনায় আমাদের লক্ষ্মীপুর পৌরসভা অনেক পিছিয়ে আমি মেয়র নির্বাচিত হলে সাধারন মানুসকে সবধরনের সুযোগ সুবিধার আওতায় আনা দলীয় নেতা কর্মীদের মুল্যায়ন এবং সরকারের সব ধরনের সুবিধা জনগনের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতারা। তাদের মধ্যে ছিলে ঝন্টু দেবনাথ, জালাল আহমেদ রুমি পাটওয়ারী,আমজাদ হোসেন আজিম, আশরাফুল ইসলাম এবং কবির হোসেন রিপন সহ আরো অনেকে