নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুর পৌরসভায় মেয়র পদে বাদ পড়লেন সেই আলোচিত আওয়ামীলীগ নেতা পৌর মেয়র আবু তাহের। দলীয় মনোননয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর পর সন্ধ্যায় মাসুমের পক্ষে আনন্দ মিছিল বের করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, আইনুল আহমেদ তানভীর, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ পাটোয়ারী,ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ভূঁইয়া, ইবনে জিসান আল নাহিয়ান প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় ল²ীপুর পৌরসভার নৌকা প্রতীকে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন সংক্রান্ত একটি চিঠি মনোনীত প্রার্থী বরাবর হস্তান্তর করা হয়। এ প্রার্থী ছাড়াও তৃণমূল তেকে আরো ১০ জনের নাম পাঠানো হয় কেন্দ্রে। দলের সভানেত্রীর কার্যালয়ে মেয়র পদে এ পৌরসভায় মনোননয়নপত্র সংগ্রহ ও জমা দেন মেয়র তাহেরসহ ১২ জন প্রার্থী। এখানে আগামী ২৮ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।