লক্ষ্মীপুর ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন , সভাপতি ইকবাল সম্পাদক ফারুক

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি পদে ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় যুগ্ম তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

রবিবার বিকেলে স্থানীয় একটি রেস্তোরায় নির্বাচন শেষে ২৩ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।
জানা যায়,সভাপতিসহ অন্যান্য পদে ৫৬ সদস্যের মধ্যে ব্যালটের মাধ্যমে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্পাদক পদে বিনাপ্রতিদ্ধন্ধিতা নির্বাচিত হন ফারুক।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি আব্দুস শহীদ ও আব্দুর রহিম।

how do you feel about this website ?

%d bloggers like this: