লক্ষ্মীপুর মেঘনা থেকে ৩ হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ

নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরে রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহম্মেদের নেতৃত্বে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ৪ জেলেকে আটক করে । উপজেলার তেলির খাল নামক স্থান থেকে জাল এবং ইলিশ মাছ সহ হাতেনাতে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয় ।

জানাযায় ”মা ইলিশ সংরক্ষণ অভিযানে -২০২২”  সফল করার লক্ষে প্রতিদিনের মত শনিবার রাতে অভিযান চালনা করে নৌ- পুলিশ ইনচার্জ ফেরদৌস আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ টিম ।  এসময় তেলির খাল বরাবর মেঘনা নদীতে মা-ইলিশ নিধন কালে ৪ জেলেকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১ টি নৌকা, এবং ৪০ কেজি মাছ জব্দ করে । পরে মৎস সুরক্ষা আইন ১৯৫০ (সেংশোধিত-২০১৩) এর ৫ (২) (খ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয় ।

তাদের কাছে থাকা জাল ও নৌকা নৌ পুলিশ ফাঁড়িতে হেফাজতে রেখেছেন বলে তিনি জানান । জব্দকৃত ৪০ কেজি ইলিশ মাছ স্থানীয় রামগতি আহম্মাদয়া তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসা এবং তালিমুল কোরআন মাদ্রাসায় দান করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,  মোঃ আশরাফ(১৯),মোঃ শাহদাত (১৬) মোঃ রাকিব (১৫) এবং মোঃ শামছুদ্দিন (১৪)।গ্রেফতারকৃত সবাই চরগাজী ইউনিয়নের টাংকি সমাজের বাসিন্দা।

how do you feel about this website ?

%d bloggers like this: