নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরে রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহম্মেদের নেতৃত্বে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ৪ জেলেকে আটক করে । উপজেলার তেলির খাল নামক স্থান থেকে জাল এবং ইলিশ মাছ সহ হাতেনাতে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয় ।
জানাযায় ”মা ইলিশ সংরক্ষণ অভিযানে -২০২২” সফল করার লক্ষে প্রতিদিনের মত শনিবার রাতে অভিযান চালনা করে নৌ- পুলিশ ইনচার্জ ফেরদৌস আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ টিম । এসময় তেলির খাল বরাবর মেঘনা নদীতে মা-ইলিশ নিধন কালে ৪ জেলেকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১ টি নৌকা, এবং ৪০ কেজি মাছ জব্দ করে । পরে মৎস সুরক্ষা আইন ১৯৫০ (সেংশোধিত-২০১৩) এর ৫ (২) (খ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয় ।
তাদের কাছে থাকা জাল ও নৌকা নৌ পুলিশ ফাঁড়িতে হেফাজতে রেখেছেন বলে তিনি জানান । জব্দকৃত ৪০ কেজি ইলিশ মাছ স্থানীয় রামগতি আহম্মাদয়া তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসা এবং তালিমুল কোরআন মাদ্রাসায় দান করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আশরাফ(১৯),মোঃ শাহদাত (১৬) মোঃ রাকিব (১৫) এবং মোঃ শামছুদ্দিন (১৪)।গ্রেফতারকৃত সবাই চরগাজী ইউনিয়নের টাংকি সমাজের বাসিন্দা।