কমলনগররামগতিলক্ষ্মীপুর
লক্ষ্মীপুর রামগতিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
লক্ষ্মীপুর রামগতিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

সবুজ সাহা রামগতি ঃ লক্ষ্মীপুর রামগতিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাবিল হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহত ছাত্র রামগতি উপজেলা চর রমিজ ইউনিয়নের ফরাজি বাড়ির মোঃ মুরাদ উদ্দিনের বড় ছেলে ও বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্র।
জানাযায় ,শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় নিজ এলাকায় একটি বৈদ্যুতিক পিলারের ওপর প্রিয়দল আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ তারের সাথে আটকা পড়ে বিদ্যুৎ সাথে স্পৃষ্ট হয়। স্থানীয়রা দেখতে পেয়ে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন ঘটনার সত্যতা শিকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি । নিহত ছাত্রের লাশ থানায় আনা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।